বান্ধবী হত্যা : বিচারের দাবিতে রাস্তায় শুয়ে কাঁদলো সহপাঠিরা
বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী এলাকার ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রী শিশু জান্নাতী আক্তারের (১১) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধ, প্রতিবাদ সভায় নিহত জান্নাতী আক্তারের সহপাঠি মানিক মিয়া দাখিল মাদরাসা, মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ছাড়াও, রওশনআরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে জান্নাতীর সহপাঠিরা রাস্তায় শুয়ে কেঁদেছে। এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ঘটনাস্থলে এসে শোকাহত শিশুদেরকে স্বান্তনা দেন এবং জান্নাতীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আশু গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার রাত ১০টার দিকে বারইখালী গ্রামের জালাল শেখের মেয়ে জান্নাতীকে মাহফিলের মাঠ থেকে ধরে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদির মঙ্গলবার সকাল ১০টায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শওকত/এমএএস/এবিএস