আপাতত অবসরের পরিকল্পনা নেই দিলশানের
তিলকারত্নে দিলশান। শ্রীলংকা দলের অন্যতম মারকুটে ব্যাটসম্যান। বয়স ৪০ এর কাছাকাছি। বয়সের বাধা উপেক্ষা করে নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছেন এই ব্যাটিং যাদুকর। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ফলে ছয় উইকেটে জয় পায় লঙ্কানরা।
সম্প্রতি খেলা থেকে অবসর নিয়েছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনের মতো শ্রীলংকার অভিজ্ঞ ক্রিকেটাররা খেলোয়াড়রা। জ্বল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিতে পারেন দিলশানও। তবে আপাতত অবসরের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দিলশান।
তিনি বলেন, যদি আমি এভাবে খেলতে পারি, তাহলে আমি অবসরের কথা ভাবতে চাচ্ছি না। আমি আপতত দলের জয়ের বিষয়টিকেই মূখ্য হিসেবে মনে করছি।
দিলশান বলেন, জয়ের লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপ মিশনে এসেছি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়টা খুব প্রয়োজন ছিল। আমরা সেটি করতে সক্ষম হয়েছি। সুতরাং অবসর নিয়ে ভাবার সময় এখন নয়।
আরএ/আইএইচএস/আরএস