ব্যাঙ্গালুরুতে অনুশীলনে মাশরাফি-সাকিবরা


প্রকাশিত: ১০:১৮ এএম, ১৯ মার্চ ২০১৬

বিশ্বকাপে নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যে অসিদের বিপক্ষে নামার আগে ব্যাঙ্গালুরুতে প্রথমবারের মত অনুশীলন করেছে তামিম-সাকিবরা। স্থানীয় সময় শনিবার সকালে ক্রিকেটাররা অনুশীলন করেন। দশটার দিকে অনুশীলন শুরু করার কথা থাকলেও সাড়ে দশটা নাগাদ সবাই আসেন।

ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ ছাড়াও অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা ক্রিকেট দল। আবার বিকেলে অস্ট্রেলিয়ার দলেরও অনুশীলন করার কথা রয়েছে। নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের মতই দেয়ালে পিঠ ঠেকে গেছে স্মিথবাহিনীর।

শুক্রবার দলের অনুশীলন না থাকলেও ইনজুরি থেকে মুক্ত হওয়ার জন্য আলাদাভাবে মুস্তাফিজকে নিয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। বোলিং অনুশীলনেও ঘাম ঝড়িয়েছেন অনেক। ফিল্ডিং কোচও সাথে ছিলেন তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই হয়ত নিজের স্বপ্নের বিশ্বকাপ টি-টোয়েন্টিতে প্রথমবারের মত খেলতে নামবেন মুস্তাফিজ।

আরআর/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।