সিআইডিতে এফবিআই প্রতিনিধি দল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির ঘটনা তদন্তের বিষয়ে বৈঠক করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এর প্রতিনিধি দল। রোববার দুপুর সোয়া দুইটার দিকে তারা সিআইডিতে যান।
সিআইডির অরগানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার দুপুরে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছিল, রোববার এফবিআইয়ের সঙ্গে তাদের বৈঠক করবেন।
বৈঠকে এফবিআইয়ের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি অ্যাজেন্ডা ছাড়াও টাকা ফেরত আনার বিষয়টি উঠে আসবে বলে জানিয়েছে তদন্ত সূত্র।
জেইউ/এআর/এমএমজে/আরএস/আরআইপি