নওগাঁয় ভুয়া সিআইডি আটক
নওগাঁর সাপাহারে আবু বক্কর (২৫) নামে এক ভুয়া সিআইডিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুনিরুজ্জামান ভুঁঞা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাস মারি গ্রামের আতাউর রহমানের ছেলে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দিঘীরহাট বাজার এলাকায় আবু বক্কর সিদ্দিক নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয় চাঁদা দাবি করেন। এ সময় আবু বক্কর সিদ্দিকের কথাবার্তায় ব্যবসায়ীদর মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুনিরুজ্জামান ভুঁঞার আদালতে হাজির করা হয়। এ সময় আবু বক্কর সিদ্দিক নিজের অপরাধ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আব্বাস আলী/এসএস/পিআর