কালীগঞ্জে জুয়ার আসর ও যাত্রা নাটক উচ্ছেদ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৫ মার্চ ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে জুয়ার আসর ও যাত্রা নাটক উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ অভিযান চালান।

জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পিছনে পৌর এলাকার মুনসুরপুর গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই বিনোদের নামে যাত্রা নাটকের অশ্লিল নৃত্য ও জুয়ার আসরের আয়োজন করে একটি মহল। পরে এলাকাবাসী এর বিরুদ্ধে অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত তা উচ্ছেদ করে দেন। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্টদের না পেয়ে যাত্রা নাটকের প্যান্ডেল ও জুয়ার আসর ভেঙে দেয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, যুব সমাজ ও এলাকার কথা ভেবে স্থানীয় প্রশাসন তা উচ্ছেদ করায় সমগ্র উপজেলাবাসীর উপকার হয়েছে। এটা চালু থাকলে বাইপাস এলাকাসহ উপজেলার সর্বত্র চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাবে। এটা যেন কালীগঞ্জের কোথাও চালু না হতে পারে সে ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  

যাত্রা নাটক ও জুয়ার আসরের পারিচালক আব্দুল জব্বার জানান, গাজীপুর জেলা প্রশাসকের নিকট অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তা অনুমোদন হলে অল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, এলাকার যুবসমাজ এবং উপজেলার আইনশৃঙ্খলার কথা ভেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে তা উচ্ছেদ করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।