রোববার ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন নতুন ক্রীড়ামন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস।

প্রথম দিনই অফিস করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সকাল ১০টায় প্রথমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তরে যোগদান করবেন তিনি। দায়িত্বভার গ্রহণের পর সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন।

এরপর তিনি যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদে। পদাধিকারবলে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি।

দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন মন্ত্রী।

১৯৯০ সালে জাতীয় পার্টির সরকারের পতনের পর আর কোনো সরকারের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পূর্ণমন্ত্রী ছিলেন না। ৩৪ বছর পর এ মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী।

আরআই/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।