২৭ মাস পর ঘরোয়া হকি শুরুর স্বস্তি
কাগজ-কলমে দেশের তৃতীয় প্রধান খেলা হকি। তবে কার্যক্রমে এই খেলাটি পিছিয়ে আছে অনেক ছোট ফেডারেশনের চেয়ে। দেশের খেলাধুলার মধ্যে সবচেয়ে অনিয়মিত এই খেলার ঘরোয়া আসর।
২০২১ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি শীর্ষ খেলোয়াড়দের। মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেটা ব্যতিক্রম। দেশের শীর্ষ ক্লাবগুলো নিয়ে যে আয়োজনগুলো হয়ে থাকে সেগুলো ফাইলবন্দি ছিল দুই বছরের অধিক সময়। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার শুরু হচ্ছে ঘরোয়া হকি।
অনেকদিন পর হকির দলবদল হয়েছে। লিগের ১০ ক্লাবের মধ্যে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ক্লাব কাপে অংশ নিচ্ছে ৬ টি দল। ক্লাব কাপে অংশ নেওয়া বাধ্যতামূলক নয় বলেই চারটি দলকে দেখা যাবে না মৌসুমের প্রথম টুর্নামেন্টে। তারপরও দীর্ঘ ২৭ মাস পর হকি মাঠে গড়াচ্ছে সেটাই বড় স্বস্তি খেলোয়াড়দের জন্য।
ক্লাব কাপে অংশ নিচ্ছে- ‘এ’ গ্রুপে মোহামেডান, মেরিনার ইয়াংস ক্লাব ও পুলিশ এবং ‘বি’ গ্রুপে আবাহনী, অ্যাজাক্স ও উষা ক্রীড়া চক্র। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে আবাহনী খেলবে অ্যাজাক্সের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংস ক্লাব খেলবে পুলিশের বিপক্ষে।
আইএইচএস/