স্বাধীনতা দিবস ক্যারম শুরু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০১ মার্চ ২০২৪

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে শুক্রবার শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট। ৭ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ফেডারেশনের সহ-সভাপতি তানভীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন, যুগ্ম সম্পাদক জাফরুল আহসান বাবুল, সদস্য শাহজাহান চৌধুরী, ডা. মোহাম্মদ মহসীন, চিফ আম্পায়ার ফেরদৌস আখতার, কোচ হযরত আলীসহ অন্যান্য কর্সকর্তাগণ।

টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, জামালপুর, কিশোরগঞ্জ, বান্দরবান, সিলেট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শরিয়তপুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫৫ জন নারী-পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

আসন্ন এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠনের জন্য এই টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনা করবে ফেডারেশন।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।