প্রিমিয়ার হকি লিগ

মোহামেডান-মেরিনার্স আরেকটি মহারণ আগামীকাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৩ এপ্রিল ২০২৪

প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্ব যেখানে দাঁড়িয়ে ঈদ বিরতিতে গিয়েছিল, সেখানে শিরোপা জয়ের সুযোগ আছে চার দলেরই। আবাহনী, মেরিনার্স ও ঊষার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থাকা মোহামেডান সুবিধাজনক অবস্থানে থাকলেও তাদের তিনটি কঠিন ম্যাচ বাকি।

শিরোপা পুনরুদ্ধার করতে মোহামেডানকে তিন ম্যাচের অন্তত দুটি জিততেই হবে। তিন প্রতিপক্ষ যেখানে মেরিনার্স, আবাহনী ও ঊষা সেখানে আগেভাগে জয় বল দেওয়াটা কঠিন।

প্রিমিয়ার হকি লিগে একমাত্র অপরাজিত দল মোহামেডান। প্রথম পর্বে ২৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিল সাদাকালোরা। সুপার সিক্সের প্রথম দুই ম্যাচে অ্যাজাক্স ও পুলিশকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

চার পয়েন্টে এগিয়ে থাকা মোহামেডান ঈদ বিরতির পর মাঠে নামছে আগামীকাল রোববার। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। মোহামেডানের পয়েন্ট ৩২, মেরিনার্সের ২৮।

চলতি লিগে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান-মেরিনার্স। ক্লাব কাপের গ্রুপ পর্বে মেহোমেডানকে হারিয়েছিল মেরিনার্স। লিগের প্রথম পর্বে সেই হারের প্রতিশোধ নিয়েছিল সাদাকালোরা।

তৃতীয় সাক্ষাৎটি দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ। মোহামেডান জিতলে শিরোপা হাতের কাছে চলে আসবে তাদের। শেষ হয়ে যাবে মেরিনার্সের সম্ভাবনা। আর মেরিনার্স জিতলে জমে উঠবে লিগ। চ্যাম্পিয়নশিপ উম্মুক্ত হয়ে যাবে আরো।

মোহামেডান ও মেরিনার্সের ম্যাচটি শুরু হবে বিকেল ৪ টায়। মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও ঊষা ক্রীড়া চক্র। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।