দলকে জেতানোর পর নিষিদ্ধ এমিলিয়ানো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২০ এপ্রিল ২০২৪

অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা এমিলিয়ানো মার্টিনেজের। লিলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান তিনি।

তবে দারুণ পারফরম্যান্সের পর দুঃসংবাদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

নিষেধাজ্ঞার কারণে অ্যাস্টন ভিলার হয়ে সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। তবে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে।

মার্টিনেজ লিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন; একবার ম্যাচের মধ্যে, আরেকবার ট্রাইব্রেকার হওয়ার সময়। দ্বিতীয় হলুদ কার্ড টাইব্রেকারের সময় দেখায় সেটি লাল কার্ডে পরিণত হয়নি।

তবে কার্ডের হিসেবে ঠিকই যোগ হয়েছে। সব মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্টিনেজ।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।