শেখ রাসেল হাফ ম্যারাথন ৩১ মে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৬ মে ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে ৩১ মে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা।

সাড়ে ৭ কিলোমিটারের মিনি ম্যারাথন হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে ভোর ৫টায় শুরু হয়ে এক চক্কর দিয়ে শেষ হবে। অন্যদিকে ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথনটি একই সময়ে হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে তিন চক্কর দিয়ে শেষ হবে।

ম্যারাথনে অংশ নেবেন এক হাজার দৌড়বিদ। ১৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের আর্থিক পুরস্কার, সার্টিফিকেট ও পদক দেওয়া হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিশির।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।