জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস

অপরাজিত থেকেই মৌসুম শেষ করলো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৯ মে ২০২৪

জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লো বায়ার লেভারকুসেন। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকেই পুরো মৌসুম শেষ করেছে তারা। লিগের সর্বশেষ ম্যাচে অগসবার্গকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন।

শুধু নিজেদের দেশের লিগ নয়, ইউরোপীয় ফুটবলেও এখন পর্যন্ত অপরাজিত লেভারকুসেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোনো দল এক মৌসুমে টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকতে পারেনি।

এই রেকর্ডটি অবশ্য আরও আগেই করেছে লেভারকুসেন। মৌসুমের ৪৯ ম্যাচ অপরাজিত থাকতেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন ইতিহাস লিখেছিল বুন্দেসলিগার ক্লাবটি।

এর আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার। ১৯৬৩-৬৫ মৌসুমে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকেছিল তারা।

চলতি মৌসুমে আরও আগেই বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে লেভারকুসেন। এবার তাদের সামনে আছে ট্রেবল জয়ের সুযোগ। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন।

এছাড়া আগামী ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজার্সলটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই শিরোপা জিততে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।

বুন্দেসলিগার ৩৪ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। আর বাকি ৬ ম্যাচে ড্র করেছে তারা। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছে লেভারকুসেন।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।