৪৫ বছর পর ঢাকায় আন্তর্জাতিক কুস্তি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১১ জুন ২০২৪
ফাইল ছবি

প্রায় ৪৫ বছর পর ঢাকায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক কুস্তির আসর। আগামী ২৯ থেকে ৩১ জুলাই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ত্রি-দেশীয় কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন।

বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার ২১ জন ছেলে ও ২১ জন নারী কুস্তিগীর অংশ নেবেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান জানিয়েছেন, ‘এসএ গেমেসর প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘১৯৮০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছিল আন্তর্জাতিক কুস্তি। সেখানে পাকিস্তানের নাসির ভুলু, দবির রফিক, ইংল্যান্ডের টার্নার, চীনের মাইটি চ্যাং খেলেছেন। এ ছাড়া স্কটল্যান্ড ও হাঙ্গেরির কুস্তিগীররাও অংশ নিয়েছিলেন। তবে সেটা ছিল ফ্রি-স্টাইল কুস্তি। এখন আমরা খেলি অ্যামেচার কুস্তি। ওই সময়ের টুর্নামেন্ট ঘিরে ব্যাপতক সাড়া পড়েছিল।’

এবারের প্রতিযোগিতা হবে ১০ ক্যাটাগরিতে। তবে একটি দেশ ছেলে ও মেয়েদের সর্বোচ্চ ৭ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। ৭ জন ছেলে ও ৭ জন মেয়ে মোট ১৪ জনের দল হবে প্রতিটি দেশের।

দেশগুলোর ঢাকায় আসা ও যাওয়ার খরচ নিজেরা বহন করবে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন দলগুলোর থাকা ও খাওয়াসহ স্থানীয় অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে হ্যান্ডবল স্টেডিয়াম ও রোলার স্কেটিং কমপ্লেক্সকে রাখা হয়েছে।

কোচ আশরাফ আলীর অধীনে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ২৫ জুন। ৩০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে প্রাথমিকভাবে। এখান থেকে তৈরি করা হবে চূড়ান্ত দল।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।