সিঙ্গাপুরে অর্পিতা-শারিকাদের প্রথম হার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৯ জুন ২০২৪

থাইল্যান্ড, হংকং ও শ্রীলংকার বিপক্ষে জয়ের পর চতুর্থ ম্যাচে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরে চলমান নারী জুনিয়র এএইচএফ কাপ হকিতে বুধবার অর্পিতা-শারিকারা ৩-০ গোলে হেরে গেছে চাইনিজ তাইপের কাছে।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা চাইনিজ তাইপে দ্বিতীয়ার্ধে আরো ২ গোল দিয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচের আগে দুই দলই ৯ পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষে ছিল যৌথভাবে। প্রথম হারে টেবিলের দুইয়ে নেমে গেলো বাংলাদেশ।

৭ দল লিগ ভিত্তিতে খেলছে টুর্নামেন্টে। পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকা দলগুলো কোয়ালিফাই করবে জুনিয়র নারী এশিয়া কাপে। বাংলাদেশের আরো দুই ম্যাচ বাকি ইন্দোনেশিয়া ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

শীর্ষ পাঁচে থেকে জুনিয়র এশিয়া কাপের টিকিট পাওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের মেয়েরা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।