পহেলা বৈশাখে যৌন নিপীড়নের মামলা পুনঃতদন্তের নির্দেশ


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ২৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এ ঘটনায় আসামিদের কাউকে শনাক্ত করতে না পেরে শাহবাগ থানা পুলিশ গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এর ফলে বহুল আলোচিত এ মামলটি আটকে যায়।

তবে গত ২৮ জানুয়ারি রাজধানীর চকবাজার থেকে মো. কামাল নামের এক আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাশ গত ২১ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন। সে বিষয়ে শুনানির জন্যই মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।

এদিন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদা আক্তার মামলাটি নতুন করে তদন্তের আবেদন জানিয়ে আদালতের কাছে আবেদন জানান, পুলিশকে দিয়ে করালে তদন্ত সঠিক হবে না। এজন্য নতুন কোনো সংস্থাকে দিয়ে এটি করাতে হবে।

আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

এর আগে ২০১৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় টিএসসি মোড়ে নারীর শ্লীহতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা নং ২৫ (৪) ১৫ রুজু হয়।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।