দুই ডিভাইসে একসঙ্গে যুক্ত করা যাবে এই ইয়ারবাড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ইয়ারবাডের বাজারে গ্যাজেট নির্মাতা সংস্থা বোটের জনপ্রিয়তা বেড়েই চলেছে। প্রতিযোগিতার বাজারে নিজেদের পোক্ত অবস্থান ধরে রাখতে একের পর এক ইয়ারবাড আনছে বোট। আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে বোটের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলো।

এবার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস আনলো ব্র্যান্ডটি। বোট নির্ভানা এক্স ইয়ারবাডটিতে থাকছে নতুন অনেক ফিচার। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে একসঙ্গে দুটি ডিভাইসে কানেক্ট করা যাবে ইয়ারবাডটি। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে।

ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে। ১০ মিলিমিটারের ডুয়াল ড্রাইভার্স রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড মাইকের সেটআপ। এই মাইকেই রয়েছে এআই যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর ফলে ফোন এলে এবং ফোনের সঙ্গে ইয়ারবাডস সংযুক্ত থাকলে ইউজার একদম স্পষ্ট শব্দ শুনতে পাএন। আশপাশের আওয়াজে অসুবিধা হবে না।

গুগল ফাস্ট পেয়ারিং ফিচার থাকায় এই ইয়ারফোন দ্রুত পেয়ারিং করতে সুবিধা হবে। ইউএসবি টাইপ-সি কেবল দিয়ে চার্জ দেওয়া সম্ভব এই ইয়ারফোনে। ওজনেও এই ইয়ারফোন বেশ হাল্কা, ৪৫ গ্রাম।

গেম খেলার জন্য বোট নির্ভানা এক্স ইয়ারবাডসে যে বিস্ট মোড রয়েছে তার সাহায্যে ইউজারদের গেমিংয়ের সময় সুবিধা হবে। ভিডিও এবং অডিওর মধ্যে কোনো ব্যবধান তৈরি হবে না। ফলে ইউজারদের অভিজ্ঞতা ভালো হবে।

বোটের নতুন এই ইয়ারবাডস একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। পানিতে যেহেতু এই ডিভাইস সহজে নষ্ট হবে না, তাই রাস্তাঘাটে আপনি ব্যবহার করতে পারবেন এই ইয়ারবাডস।

একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে বোটের নতুন ইয়ারবাডসে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ২ ঘণ্টা। মোট চারটি রঙে ভারতের বাজারে ইয়ারবাডসের দাম ২ হাজার ৭৯৯ রুপিতে পাওয়া যাবে ইয়ারবাডটি।

আরও পড়ুন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।