বিদ্যুৎ খরচ কমাতে ভরসা এসির রিমোর্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১২ জুন ২০২৫

গরমে স্বস্তির জন্য অনেকেই এসি ব্যবহার করেন। অনেকে নতুন এসি কেনেন। মাস শেষে দেখা যায় বিদ্যুৎ বিল বেশি আসায় মাথায় হাত পড়ে। তবে এসি ব্যবহারের কিছু কৌশল যদি জানা থাকে তাহলে এসির বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

এসির রিমোর্টেই আছে বিদ্যুৎ খরচ কমানোর কৌশল। প্রায় প্রতিটি এসিতে একটি ইকো মোড থাকে। এই ইকো মোডে এসি চালানো বিদ্যুৎ ব্যবহারে অনেকটা কমিয়ে দেয়। কিন্তু অনেকেই এই ইকো মোড চালানোর সুইচ সম্পর্কে জানেন না। জানলেও, তারা গুরুত্ব দেন না। এছাড়াও কীভাবে এটি ব্যবহার করতে হয় তা অনেকেই জানেন না।

কিছু সময়ের জন্য এসির সঙ্গে বৈদ্যুতিক ফ্যান চালানো যেতে পারে। তারপর ঘর ঠান্ডা হলে, এটি বন্ধ করা যেতে পারে। আপনার ঘরে সরাসরি সূর্যালোক না পড়লে, ঘর দ্রুত ঠান্ডা হবে। এছাড়াও এসি কম কাজ করবে।

বাড়িতে সরাসরি সূর্যের তাপ যদি পড়ে তাহলে আপনার ঘরের এসির কার্যকারিতা বাড়িয়ে দেয়। ফলে বিদ্যুৎ খরচও বেশি হবে। যেমন ধরুন-আপনার বাড়ি যদি হয় এক তলা, তাহলে বাড়ি ঠান্ডা করতে কিছুটা সময় লাগবে। এই ক্ষেত্রে, আপনি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে কিছু সময়ের জন্য এসি চালাতে পারেন। তারপর বাড়ি কিছুটা ঠান্ডা হলে, আপনি এটি ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করতে পারেন। এর ফলে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

এছাড়া বিশেষজ্ঞরা এসিকে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন। এসি ফিল্টারকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে একবার পরিষ্কার করতে হবে। ধুলা জমলে, এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এর ফলে, এটি দীর্ঘ সময় ধরে চালাতে হয়। এর ফলে বিদ্যুৎ বিলও বাড়ে। তাই এসি ফিল্টার পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।