ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও রিলস দেখতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে? শর্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম রিলস দেখার জন্য আরও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন পন্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।

শোনা যাচ্ছে যে, ইনস্টাগ্রাম একটি ফিচার নিয়ে কাজ করছে। আসলে যেসব আইওএস ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাপ নেই, তাদের আর রিল দেখার জন্য ওয়েব ব্রাউজারের উপর নির্ভর করতে হবে না। নতুন ফিচারের ফলে তারা অ্যাপের নেটিভ ইন্টারফেসেই রিলস দেখতে পাবেন।

পুরো অ্যাপ ডাউনলোড না করেই তা অ্যাকসেস করা যাবে। মূলত ব্যবহারকারীরা যাতে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্যই এই ফিচারটি ডিজাইন করতে হবে। আর এই নির্দিষ্ট কাজগুলির মধ্যে অন্যতম হলো-দ্রুত এবং সহজে পেমেন্ট করা কিংবা বাইক ভাড়া দেওয়া ইত্যাদি।

আরও পড়ুন
আপনার ইনস্টাগ্রাম পোস্ট কে দেখবে ঠিক করুন নিজেই

রিপোর্ট অনুযায়ী, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছেন ইনস্টাগ্রাম। যা আপাতত টেস্টফ্লাইটের মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তারা আইমেসেজ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে অ্যাপ ক্লিপটি ট্রিগার করতে পারেন।

ইনস্টাগ্রাম অ্যাপের নেটিভ ইউআই-এ রিল দেখার অনুমতি দেয় অ্যাপ ক্লিপ। এখানেই শেষ নয়, অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দেয় এই নয়া ফিচার।

আরও পড়ুন

ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে
ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াবেন যেভাবে

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।