স্মার্টফোন-ক্যামেরায় দাগ হলে পরিষ্কার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ১৭ মার্চ ২০২৫
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন স্মার্টফোন ব্যবহারে নোংরা হয়ে যেতে পারে। বিভিন্ন দাগ লাগতে পারে। যেহেতু রান্নার সময় কিংবা খাবারের সময় হলুদ দাগ লাগতে পারে। অন্যদিকে বিভিন্ন ইভেন্টে ছবি তোলার সময় শখের ক্যামেরায় দাগ লাগা নোংরা হওয়া খুবই স্বাভাবিক। তবে আপনার জন্য খানিকটা কষ্টের বটে।

একই অবস্থা হতে পারে হেডফোন, ইয়ারবাড, নেকব্যান্ড, ব্লুটুথ স্পিকারেরও। তাই এই গ্যাজেটগুলোরও প্রয়োজন বিশেষ যত্নের, ঠিক ত্বকের মতোই। গ্যাজেট থেকে রঙ, ময়লার দাগ তুলতে পারেন সহজে। দেখে নিন উপায়-

হ্যান্ড স্যানিটাইজার

করোনার সময় এই বিশেষ তরল রাসায়নিক আমাদের জীবন বাঁচিয়েছিল। এখনো অনেকের অভ্যাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। কিন্তু জানেন কি, শুধু হাত জীবানুমুক্ত করতেই নয়, এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই তুলে ফেলা যায় গ্যাজেটের রং-ছোপ। স্যানিটাইজারে তুলো ভিজিয়ে হালতা হাতে ঘষে দিলেই দেখা যাবে রঙের ছোপ হালকা হচ্ছে। এতে ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কম।

কোনোভাবেই ডিটারজেন্ট ব্যবহার করা ঠিক হবে। ডিভাইস পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট বা সাবান পানি ব্যবহার করলে তা গ্যাজেটের ক্ষতি করতে পারে। এমনকি একেবারে খারাপও হয়ে যেতে পারে।

দাগ তোলার সময় প্লাস্টিকের টেপ দিয়ে যে কোনো গ্যাজেটের ছিদ্রগুলো ঢেকে নেওয়া প্রয়োজন। যাতে জ্যাক বা স্পিকার ভেন্ট-এর ভিতরে এই সব তরল ঢুকে যেতে না পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।