মোবাইল ব্যালেন্স দিয়েই সাইবার সুরক্ষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৩ মে ২০২৫
প্রতীকি ছবি

ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র‍্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সুরক্ষামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে সেই সেবা এনেছে ক্যাসপারস্কি প্রিমিয়াম। বিশ্বমানের সেই সাইবার সুরক্ষা উপভোগ করা যাবে মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করেই।

গত ২৯ এপ্রিল বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে নতুন এ মাইলফলক রচিত হলো। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ক্যাসপারস্কি প্রিমিয়াম সেবা। এই উদ্যোগের মাধ্যমে আপাতত রবি ও এয়ারটেল গ্রাহকরা মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে সুবিধাটি পাবেন।

বিজ্ঞাপন

গুলশানের একটি তারকা হোটেলে এ উপলক্ষে ছিল এক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও অংশীজনেরা। সেখানে জানানো হয়, ক্যাসপারস্কি প্রিমিয়াম সেবার নকশা করা হয়েছে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে। বর্তমানে যারা অনলাইন শিক্ষাদান, কনটেন্ট ক্রিয়েশন, গেমিং এবং অনলাইন উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। অভিভাবকেরাও এই সেবার মাধ্যমে সন্তানদের অনলাইন ব্যবহার বিষয়ে নিয়ন্ত্রণ করতে ও আশ্বস্ত থাকতে পারবেন।

ক্যাসপারস্কি হেড অব কনজিউমার চ্যানেল, এপিজে, চুন হং চী বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যেখানেই থাকুন না কেন, তাদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন এই সেবা। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিবেশের জন্য শক্তিশালী সুরক্ষা অপরিহার্য এবং ক্যাসপারস্কি, রবি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের সহায়তায় তা নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাসপারস্কি প্রিমিয়াম সেবা উন্মোচন অনুষ্ঠানে অংশীজনেরা

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আইসিটি ডিস্ট্রিবিউশনের গ্রুপ সিইও ও চেয়ারম্যান আলি ওবায়েদ বলেন, ক্যাসপারস্কির মতো একটি বৈশ্বিক সাইবার সিকিউরিটি ব্র্যান্ডকে স্থানীয়ভাবে রূপান্তর করা এবং রবি ও এয়ারটেল নেটওয়ার্কে এর নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করা ছিল আমাদের দায়িত্ব। এই যুগলবন্দি দক্ষিণ এশিয়ার মোবাইল সিকিউরিটির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।