বাংলাদেশকে ব্যাঙ্গ : ভারতের ১২শ’ ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৭ মার্চ ২০১৫

সারাবিশ্বে বইছে ক্রিকেট হাওয়া। আর এই বয়ে চলা হওয়া গতি কেউ কেউ একটু বাড়াতে গিয়ে ঝড় তুলছেন নানাভাবে। সম্পতি বাংলাদেশের ক্রিকেট নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও, বিভিন্ন রিয়েলিটি শোতে বাজে মন্তব্য এবং দেশকে ছোট করায় ভারতের ১২শ’ ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ‘ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’ নামে একটি গ্রুপ।

এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে বলে তাদের দাবি। বর্তমানে তারা আরও কয়েকটি ওয়েবসাইট ডাউন এর লক্ষ্যে কাজ করছে। এই সাইবার যুদ্ধে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ছাড়াও আরও বেশ কয়েকটি বাংলাদেশি হ্যাকার্স গ্রুপ কাজ করছে। দেশের স্বার্থে এক যোগে কাজ করবে বলে তারা জানান।

ভারতীয় ওয়েবসাইটগুলো হ্যাক করে তারা তাদের নিজস্ব বার্তা প্রচার করছে। হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে ক্ষুদে বার্তা দেখা যায়।

হ্যাকার্স গ্রুপগুলোর দাবি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সাইবার যোদ্ধারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, এর আগেও সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে ২০১২ সালে ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছিল।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।