সাইবার হামলার বিষয়ে নারীরা কম সতর্ক


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৩ মার্চ ২০১৫

নারীরা সাইবার হামলার বিষয়ে তেমন সতর্ক নন। ইন্টারনেট ব্যবহারের সময় যে ধরনের সতর্কতা মেনে চলতে হয়, তা তাদের অনেকেই করেন না।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব ও বিটুবি ইন্টারন্যাশনাল।

সাইবার নিরাপত্তায় গ্রাহকরা কেমন সতর্ক, তার ওপর এক জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, মাত্র ১৯ শতাংশ নারী মনে করেন যে, তারা সাইবার হামলার শিকার হতে পারেন। যেখানে প্রতি চারজনের একজন পুরুষ এ বিষয়ে সতর্ক। এমনকি নারীরা সাইবার হামলার বিষয়ে জানেনও কম।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।