বিশ্বব্যাপী পিসি সরবরাহ কমেছে ৭ শতাংশ

বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ট্যাবলেটসহ মোট পিসি সরবরাহ হয়েছে ১১ কোটি ৫৭ লাখ ইউনিট, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম। পিসি বাজারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোর বিক্রি হ্রাস এতে বড় ধরনের প্রভাব ফেলছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস্ট তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর সেলুলার নিউজ।
অ্যাপলের পিসি সরবরাহ ১৬ শতাংশ কমলেও তারা বাজারটির শীর্ষে রয়েছে। অ্যাপল সরবরাহ করে ১ কোটি ৭২ লাখ পিসি। এতে বাজারটিতে তাদের দখল দাঁড়ায় ১৫ শতাংশে। লেনোভো ও এইচপি দখল করে আছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ দুটি প্রতিষ্ঠানের পিসি সরবরাহ বাড়ার পাশাপাশি বাজার দখলও বেড়েছে। ট্যাবলেট সরবরাহ কমার কারণে গত প্রান্তিকে স্যামসাংয়ের মোট পিসি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে। পিসি বাজারে স্যামসাংয়ের অবস্থান চতুর্থ। পঞ্চম অবস্থানে রয়েছে ডেল। এ সময়ে প্রতিষ্ঠান দুটি সরবরাহ করে যথাক্রমে ৯৫ ও ৯৪ লাখ ইউনিট পিসি।
পিসির বাজার সম্পর্কে ক্যানালিস্টের জ্যেষ্ঠ গবেষক টিম কোলিং বলেন, ‘আগের বছরগুলোয় সরবরাহ বৃদ্ধিতে পিসি খাতের গুরুত্বপূর্ণ পণ্যগুলোকে বড় ভূমিকা পালন করতে দেখা গেছে। কিন্তু এ বছর গুরুত্বপূর্ণ পণ্যগুলোর প্রভাব কমে এসেছে। এছাড়া মুদ্রা বিনিময় হারে বড় ধরনের ওঠানামা পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিকল্পনা নির্ধারণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো পিসির দাম বাড়ানোর দিকেই ঝুঁকছে।’ এ ধরনের সমস্যার পাশাপাশি পিসির চাহিদা কমার প্রবণতা চলতি প্রান্তিকের পিসি সরবরাহেও নেতিবাচক প্রভাব ফেলবে। আর চলতি প্রান্তিকে পিসি সরবরাহ আগের প্রান্তিকের চেয়েও কমে আসবে বলে মনে করছেন কোলিং।
পিসি বলতে নোটবুক, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপের মতো অনেক ধরনের পণ্যকেই বোঝায়। কিন্তু এর মধ্যে আগের বছরগুলোয় যেগুলোর ব্যাপক চাহিদা লক্ষ করা গেছে, সে চাহিদা দিনকে দিন কমে আসছে। বাজার বিশ্লেষকদের মতে, ডেস্কটপ পিসির চাহিদা কমেছে সবচেয়ে বেশি। বাজার থেকে এ কথার প্রমাণও পাওয়া গেছে। কারণ চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডেস্কটপ পিসির সরবরাহ ১৩ শতাংশ কমে।
এ বিষয়ে ক্যানালিস্টের আরেক গবেষক রাশাভ ডোশি বলেন, ‘অপারেটিং সিস্টেম এক্সপি ডেস্কটপ পিসির সরবরাহ বাড়াতে ভূমিকা রেখেছিল। কিন্তু এখন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডেস্কটপ পিসি থেকে খুব বেশি আয় করতে পারছে না। গত বছরের তুলনায় চলতি বছর ডেস্কটপ পিসির সরবরাহ উল্লেখযোগ্য হারে কমবে।’
এআরএস/আরআই