গাড়ির বিভিন্ন বিষয় জানাতে বাংলা অটোমোবাইল স্কুল

অনেকেরই আগ্রহ থাকে গাড়ির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে। বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলো। কিন্তু সঠিক বই বা রেফারেন্সের অভাবে তারা বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন না। তাদেই এই জানার আকাঙ্ক্ষা মিটাতে চালু হয়েছে ‘বাংলা অটোমোবাইল স্কুল’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী মেহরাব মাসাঈদ হাবিব এর উদ্যোগ বাংলা অটোমোবাইল স্কুল।
বাংলা অটোমোবাইল স্কুলে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে গাড়ির বিভিন্ন অংশ যেমন চেসিস, ক্লাচ, গিয়ার ইত্যাদি সম্পর্কে মেহরাব দীর্ঘদিনধরে লেকচার দিয়ে আসছেন। তার লেকচারগুলো বাংলা অটোমোবাইল স্কুল এর ফেসবুক পেইজের পাশাপাশি শিক্ষক.কমেও পাওয়া যাচ্ছে। বাংলা অটোমোবাইল স্কুলের লেকচারগুলোতে মূলত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি এর কারিকুলাম অনুযায়ী লেকচার প্রদান করা হয়। টেক্সটবুকের কাঠখোট্টা ব্যাখাগুলো বাংলা অটোমোবাইল স্কুলের মাধ্যমে মেহরাব মাতৃভাষাতে অত্যন্ত সুন্দর ও সহজভাবে ব্যাখা করছেন যাতে সবাই খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারে।
বাংলা অটোমোবাইল স্কুল সম্পর্কে মেহরাব বলেন, জানার কোন শেষ নেই। আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর যাদের জানার আগ্রহ আছে, তাদের জন্য বাংলা অটোমোবাইল স্কুল সঠিক জায়গা।
শিক্ষক.কম এবং বাংলা অটোমোবাইল স্কুলের ফেসবুক পেইজের মাধ্যমে মেহরাব এর লেকচারগুলো অনুসরণ করছেন প্রায় ৩৫০০ শিক্ষার্থী। যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বাংলায় লেকচার চান, তারা চাইলে ঘুরে আসতে পারেন www.facebook.com/bangla.auto.school এই ঠিকানায়। বাংলা অটোমোবাইল স্কুলের লেকচারগুলো www.shikkhok.com এবং eshikhon.com এই ঠিকানাতেও পাওয়া যাচ্ছে।
এআরএস/পিআর