সেলফি দুর্ঘটনায় ২৫৯ জনের মৃত্যু

আধুনিক তথ্যপ্রযুক্তির কল্যাণে বদলে গেছে আমাদের জীবনধারা। যুক্ত হয়েছে নতুন নতুন অনুষঙ্গ। তবে সঠিক ব্যবহারের অভাবে ঘটছে দুর্ঘটনা। তার একটি অনুষঙ্গ সেলফি বা নিজে নিজে ছবি তোলা। বিষয়টি জনপ্রিয় হতে শুরু করেছে ২০১৪ সাল থেকে। এখন এটি এতোটাই জনপ্রিয় হয়েছে যে, এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না।
সেলফি তুলতে সবাই ভালোবাসেন। মাঝেমধ্যে অনেকেই সাহসী সেলফি তুলতে চান। কিন্তু সেই সেলফিই বিপদ ডেকে নিয়ে আসে। বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে সেলফি তুলতে গিয়ে। এবার সেই সেলফি নিয়েই সতর্ক প্রতিবেদন এলো প্রকাশ্যে।
> আরও পড়ুন- পর্নোগ্রাফি দেখে হতে পারেন ব্ল্যাকমেইল
সম্প্রতি সেলফি নিয়ে একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস। তাতে বলা হয়েছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত সারাবিশ্বে ২৫৯ জন মারা গিয়েছেন শুধু সেলফি তুলতে গিয়ে।
সেলফি দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৭২.৫ শতাংশ পুরুষ এবং ২৭.৫ শতাংশ নারী। তাদের বয়সের গড় ২০ থেকে ২৯ বছর। ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান থেকে সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
> আরও পড়ুন- উড়ন্ত গাড়ির পথে আরেক ধাপ এগোলো বিশ্ব
সমীক্ষায় জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় দুর্ঘটনা ঘটে। ভ্রমণস্থলের যেখানে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে ‘নো সেলফি জোন’ বলে ঘোষণা করে দেওয়া উচিত। তাহলে হয়তো এড়ানো যেতে পারে সেলফি দুর্ঘটনা।
এসইউ/এমএস