মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনা আক্রান্তদের থেকে নিরাপদ থাকতে হাসপাতালে আগতদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে রোবট। ভারতের কেরালায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতার বার্তাও দেয়া হচ্ছে রোবটের মাধ্যমেই। কেরালার সরকারি সংস্থা কেরালা স্টার্টআপ মিশন (KSUM) এমন দুটি রোবটকে কাজে লাগিয়েছে।

হাসপাতালে সংক্রমণ সন্দেহে রোগীরা এলে তাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের খাবার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজও করানো হচ্ছে এই রোবটকর্মীদের দিয়ে।

এক ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে আসা মানুষের মাঝে মাস্ক বিলি করছে দুটি রোবট। এই রোবট দুটি বানিয়েছে অ্যাসিমভ রোবোটিক্স। বর্তমানে কাজ করছে কেরালা স্টার্টআপ মিশনের কমপ্লেক্সে। এই রোবটদের ডেটা সিস্টেমে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে।

কীভাবে রোগীদের পরিচর্চা করতে হবে, বাইরে থেকে আসা লোকজনকে মাস্ক দিতে হবে সবই করতে পারছে রোবটকর্মীরা। করোনাভাইরাস নিয়ে সচেতনতার পাঠ দিতেও কাজে লাগানো হয়েছে রোবট দুটি। আগামী দিনে এমন আরও রোবট নামানো হবে বলে জানিয়েছে অ্যাসিমভ রোবোটিক্স।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।