সিম রেজিস্ট্রেশনে অনিয়ম তদারকি করবে বিটিআরসি


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কোনো অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান সিম রেজিস্ট্রেশনের জন্য টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে বিটিআরসি। এ বিষয়টি মনিটরিং করতে সহসাই বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে।

নিজের ফেসবুকে অভিযোগের সূত্র ধরে বুধবার রাজধানীর মিরপুরের এলাকায় বিভিন্ন মার্কেটে রিটেইলার পর্যায়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপে সিম নিবন্ধনের প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম।

তিনি বলেন, কোনো রিটেইলারদের কেউ অবৈধভাবে সিম রেজিস্ট্রেশনের জন্য টাকা নিচ্ছে এমন প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

তারানা হালিম দুপুর দুইটায় এক নম্বর সেকশনের মসজিদ মার্কেটের বিকন টেলিকম, এষা টেলিকমসহ বেশ কয়েকটি দোকানে গিয়ে সিম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এবং এ সংক্রান্ত বিধি-নিষেধ অবগত করেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এবং বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।