রাজধানীতে তিন দিনব্যাপি ডটকম ফেস্ট মেলার উদ্বোধন


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে শুরু হল তিন দিনব্যাপি ডটকম ফেস্ট মেলা। বনানীর প্রিমিয়াস স্যুট হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত।

 প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। দর্শনার্থীদের সন্মানে কোন প্রবেশ ফি রাখেনি মেলা কর্তৃপক্ষ।
 
ডটকম ফেস্টে বিভিন্ন ধরণের ই-কমার্সের মধ্যে বিবাহভিত্তিক পোর্টাল শাদিবাজার ডটকম, উত্তরা নির্ভর শপিং সাইট সেক্টর বাজার, জব পোর্টাল জবস বিডি, ডিভাইস পার্টনার একটিভ ডিভাইস, অনলাইন এডুকেশন প্লাটফর্ম শিখেনিনসহ আরো অনেক তরুণ উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

এতে প্রদর্শনীর পাশাপাশি ই-কমার্স খাতের সচেতনতা, প্রচারণা, বিজনেস মডেল, লজিস্টিকসহ বিভিন্ন বিষয়ে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।