খুলনা-বরিশালে গ্রামীণের ১২৩ টাওয়ারে ফোন চার্জের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ এএম, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বিভিন্ন জেলা এখনও বিদ্যুৎবিহীন। এতে দুর্যোগকবলিত এলাকার অধিকাংশ ব্যবহারকারীর মোবাইল ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে। দূর-দূরান্তে থাকা পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে না পেরে উৎকণ্ঠায় সময় পার করছেন।

দুর্যোগের এ সময়ে সব অপারেটরের গ্রাহকদের সুবিধায় খুলনা ও বরিশাল অঞ্চলের ১২৩টি টাওয়ারে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ করে দিয়েছে অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। সেখানে বিশেষ ব্যবস্থায় টাওয়ার সচল রেখেছে প্রতিষ্ঠানটি৷

সোমবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, 'খুলনা ও বরিশাল অঞ্চলের দুর্যোগকবলিত স্থানের নিকটস্থ ১২৩টি গ্রামীণফোন টাওয়ারে সব অপারেটরের গ্রাহকরা প্রয়োজনে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ১২১-এ ডায়াল করুন। দুর্যোগের এ মুহূর্তে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ থাকুন, সবাইকে সচেতন করুন।'

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে দেশের ৪৫ জেলায় মোবাইল ফোন অপারেটরদের ৮ হাজার ৪১০টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।

আরও পড়ুন

জরুরি ভিত্তিতে এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে সোমবার (২৭ মে) দুপুরে পিডিবি, ডিপিডিসি ও বিআরইবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এছাড়া সংযোগ সচল রাখতে সম্ভব সব ধরনের পদক্ষেপ নিতে অপারেটর কোম্পানিগুলোকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অন্যদিকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, আচল হয়ে পড়া টাওয়ারগুলোতে দ্রুত তারা সংযোগ ফেরাতে চেষ্টা করছেন।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।