আজকের এই দিনে : ২৩ আগস্ট ২০১৯

দাস ব্যবসা ও এর বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস
৬৩৪ সালের এই দিনে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.] ইন্তেকাল করেন।
১৩২৮ সালের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।
১৬১৭ সালের এই দিনে লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।
১৭৪০ সালের এই দিনে রুশ সম্রাট ষষ্ঠ আইভানের জন্ম।
১৭৭০ সালের এই দিনে দার্শনিক হেগেলের জন্ম।
১৭৭৩ সালের এই দিনে জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইসের জন্ম।
১৭৯৯ সালের এই দিনে নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
১৮০৬ সালের এই দিনে ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব মৃত্যুবরণ করেন।
১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ সালের এই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৮৩৩ সালের এই দিনে ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
১৮৩৯ সালের এই দিনে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
১৮৬৬ সালের এই দিনে প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৫ সালের এই দিনে বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের [সুকুমারী দত্ত] সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।
১৮৯৮ সালের এই দিনে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০৮ সালের এই দিনে রুশ-ফরাসি নাট্যকার আর্থার আদমভের জন্ম।
১৯১৪ সালের এই দিনে জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ সালের এই দিনে প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন ।
১৯২৩ সালের এই দিনে ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড জন্মগ্রহন করেন।
১৯২৫ সালের এই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৭৮] মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথের জন্ম।
১৯৩৯ সালের এই দিনে হিটলারের নেতৃত্বে জার্মানী এবং ষ্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ সালের এই দিনে স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ সালের এই দিনে রুমানিয়ার সামরিক শাসক উৎখাত ।
১৯৬২ সালের এই দিনে বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া য়ায়।
১৯৭৫ সালের এই দিনে বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম মৃত্যুবরণ করেন।
১৯৭৮ সালের এই দিনে প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট জন্মগ্রহন করেন।
১৯৮৬ সালের এই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৮৭ সালের এই দিনে কবি, সাংবাদিক সমর সেনের মৃত্যু।
১৯৯১ সালের এই দিনে রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
১৯৯১ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
এইচআর/এমএস