ছন্দময় এই ঝরনার পানি পড়ে ১৫ মিনিট পরপর

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০১ মার্চ ২০২৪

বিশ্বের বৃহত্তম ছন্দময় ঝরনা। অবিশ্ববাস্য হলেও সত্যিই যে, এমনই এক ঝরনা আছে যার পানি পড়ে ১৫ মিনিট পরপর। পাথুরে পাহাড়ের পাদদেশে বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে একটি হলো এই ছন্দময় ঝরনা।

এটি প্রতি ১৫ মিনিট পরপর থেমে গিয়ে আবারও প্রবাহিত হয়। পৃথিবীতে মাত্র কয়েকটি ছন্দময় স্প্রিং বা ঝরনা আছে। যার মধ্যে নিউ ইয়র্কের আফটন শহরের ঠিক পূর্বে ওয়াইমিংয়ের সুইফ্ট ক্রিক ক্যানিয়নের অন্তর্বর্তী ঝরনাটি সবচেয়ে বৃহত্তম।

রহস্যময় এই ঝরনার সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক সেখানে ভিড় করেন। এ বিষয়ে বিজ্ঞানীদের মত হলো, ছন্দময় স্প্রিংগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবাহিত ও থামতে সাইফন প্রভাবের উপর নির্ভর করে। এক্ষেত্রে পানি একটি ভূ-গর্ভস্থ গুহায় ক্রমাগত প্রবাহিত হয়।

উটাহ বিশ্ববিদ্যালয়ের একজন জলবিদ অধ্যাপক কিপ সলোমন বলেছেন, এ ঝরনার পানির গ্যাসের পরিমাণ পরীক্ষা করা হয়েছে। যার ফলফল বলে যে, এই ঝরনার পানি ভূগর্ভস্থ বাতাসের সংস্পর্শে আসায় এমনটি ঘটে। যা সাইফন তত্ত্বকেই সমর্থন করে।

আরও পড়ুন

‘ডে লং টুরে’ ঘুরে আসুন জিন্দাপার্কে
সিকিমের চুংথাং ভ্রমণে যা যা দেখবেন

আফটন ঝরনাটি এক ব্যক্তিরা দ্বারা আবিষ্কৃত হয়েছিল। যিনি ওই এলাকায় কাজ করার সময় লক্ষ্য করে ঝরনার এই অদ্ভুত আচরণ। তিনি বিশুদ্ধ পানি আনতে সেখানে গিয়ে এরপর দেখলেন অপেক্ষাকৃত বড় খাঁড়িটি হঠাৎ করে প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে। আবার কয়েক মিনিট পরে পানি প্রবাহিত হয়।

তবে সব সময় কিন্তু আপনি এই অবিশ্বাস্য ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না। শুধু গ্রীষ্মের শেষ থেকে শরৎ পর্যন্তই ঝরনার এরূপ আচরণ দেখতে পাবেন। কারণ এ সময় ভূগর্ভস্থ পানির স্তর কম থাকে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।