গ্রামীণফোনে বিনামূল্যে উইকিপিডিয়া

গ্রামীণফোন তার সকল গ্রাহকের জন্য বিনামূল্যে উইকিমিডিয়ার মোবাইল সাইটগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক গালা অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনীর হাসান।
জিমি ওয়েলস তার বক্তব্যে বলেন, মানব ইতিহাসের সব জ্ঞান যেন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠে, এরকম একটি আদর্শেই উইকিপিডিয়া প্রতিষ্ঠা করা হয়েছিলো। জ্ঞান আহরণের পথে বাধা হতে পারে এমন যেকোন কিছু যেমন ক্রয়ক্ষমতা, ভাষা বা মানুষের জন্য প্রয়োজনীয় কনটেন্ট এর অভাব ইত্যাদি দূর করার জন্য আমাদের সকল সুযোগ কাজে লাগাতে হবে।
উইকিপিডিয়া বাংলাদেশ এর সভাপতি মুনীর হাসান বলেন, গত ১০ বছর ধরে বাংলা উইকিপিডিয়াতে এমন অসাধারণ সব কনটেন্ট তৈরি হয়েছে যে এখন এটি বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কনটেন্ট এর পরিমাণ আরো বৃদ্ধি করা।
গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে বলেন, বাংলায় আরো কনটেন্ট সৃষ্টি করতে উইকিপিডিয়ার সাথে তারা কাজ করছেন। তিনি আরো বলেন, “আরো ইন্টারনেট ব্যবহারকারী তৈরিতে শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট তৈরি করলেই হবে না, তা করতে হবে এমন একটি ভাষায় যা দেশের অধিকাংশ মানুষ সহজে বুঝতে পারে।”
গ্রামীণফোনের সিএমও জানান, সকল গ্রামীণফোন গ্রাহক উইকিমিডিয়ার সব মোবাইল সাইট কোন ডাটা চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন।
এই উদ্যোগের আওতায় গ্রামীণফোন ও উইকিমিডিয়া বাংলাদেশ, দেশের সাতটি অঞ্চলে শিক্ষার্থীদেরকে উইকিপিডিয়া সম্পাদনার ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেছে এবং উইকিপিডিয়াতে তাদের লেখা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছে। পুরো প্রশিক্ষণটিতে প্রায় ৪০০ এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্য থেকে সাতটি অঞ্চলের ২১ জনকে এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে উইকিপিডিয়া ও গ্রামীণফোনের পক্ষ হতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট ও একটি প্রশংসাপত্র প্রদান করা হয়। বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ ৩ জনকে তাদের অবদানের জন্য যথাক্রমে একটি ম্যাকবুক প্রো, একটি এইচপি ল্যাটটপ এবং একটি আইপ্যাড এয়ার উপহার দেওয়া হয়।
এআরএস/আরএস/আরআই