চলতি ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেটে আমদানি-রফতানিকৃত পণ্যের শুল্কহার কম বা বেশি হওয়ার আশঙ্কায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই হিলি শুল্ক স্টেশনে পণ্যের বিল এন্ট্রি ও সাবমিট, পণ্য পরীক্ষা, শুল্ক নির্ধারণ ও পরিবহন কার্যক্রম বন্ধ হয়েছে। তবে বন্দর দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য চালু রয়েছে।হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. রাশেদুল ইসলাম জানান, চলতি অর্থ-বছরের বাজেট বাজেট অধিবেশন চলছে। বাজেটে শুল্ক হার কম বা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল এন্ট্রি ও সাবমিটসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কিছু পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে আটকা রয়েছে।তবে আগের দিনে আমদানি-রফতানিকৃত যেসব পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও আউটপাশ হয়েছিল সেগুলোর ডেলিভারি করা হচ্ছে।হাকিমপুর হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নতুন বাজেটে অনেক পণ্যের ওপর শুল্ক আরোপ হতে পারে বা কম হতে পারে। সে কারণে শুল্ক স্টেশনে বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অন্যান্য কার্যক্রম চলছে।এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি