দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবুল খায়ের (২৮) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ছাতক-সিলেট আঞ্চলিক সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আবুল খায়ের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়াজিব আলীর ছেলে।ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশরাফুল ইসলাম জাগো নিউজকে জানান, স্থানীয় ব্রিকফিল্ড থেকে ইটভর্তি একটি পিকআপ ভ্যান ছাতকগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে উল্টে যায়। এতে পিকআপের উপরে থাকা পরিবহন শ্রমিক আবুল খায়ের ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।  এআরএ/এমএস