ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে শুক্রবার রাতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ ১১ ৬৭৬১) জব্দ করা হয়। গ্রেফতার আবুল আলাম চট্টগ্রাম হাটহাজারী থানার মদুনা ঘাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম শনিবার বিকেলে জানান, ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার আবুল কালামকে আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সানারপাড় এলাকার আজিজুল খানের খাবারে হোটেলের সামনে থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি