সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের (৪০) ও আমিমুল হাসান রানা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার শাজাহান প্রামানিকের বাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের এবং আমিনুল হাসান রানাকে তার বাড়ির সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল কাদের সিরাজগঞ্জ সদর থানার চর হরিপুর গ্রামের জুড়ান আলীর ছেলে ও বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিমুল হাসান রানা।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার কামারপাড়া থেকে কাদের ও আমিমুল হাসান রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম