ক্যাম্পাস

চবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আরিফুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে একটি রাম দা পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফ ভিএক্স গ্রুপের কর্মী ও দর্শন বিভাগের (২০১৪-১৫) শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের পর বিকেলের দিকে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুলের নেতৃত্বাধীন ভিএক্স গ্রুপের কর্মীরা সোহওয়ার্দী হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালাল হলের দিকে আসার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে এএসপি (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম জানান, আটক আরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে দুপুরে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে দাঁড়ানো নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক ভিএক্স ও সিএক্সটি নাইন কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুইজন। এছাড়া সোহরাওয়ার্দী হলে উভয় পক্ষের ২০টি কক্ষ ভাঙচুর করা হয়।

আবদুল্লাহ রাকীব/আরএআর/জেআইএম