লাইফস্টাইল

শোল মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি

সুস্বাদু একটি মাছ হলো শোল। শোল মাছের ঝোলের পাশাপাশি খেতে পারেন এর দোপেঁয়াজাও। এটি তৈরি করা খুব সহজ। আর স্বাদ? নিরাশ হবেন না! চলুন জেনে নেয়া যাক শোল মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি-

উপকরণ:শোল মাছের টুকরা ৫০০ গ্রামপেঁয়াজ মোটা করে কাটা এক কাপতেজপাতা ১টিলবণ স্বাদ অনুযায়ীআদা বাটা আধা চা চামচরসুন বাটা ১ চা চামচহলুদ গুঁড়া ২ চা চামচমরিচ গুঁড়া ১ চা চামচকাঁচামরিচ ৭-৮টি ফালি করাতেল ও পানি পরিমাণমতোধনেপাতা কুচি ২ টেবিল চামচ।

প্রণালি:প্রথমে মাছ কুটে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। পানি ঝরিয়ে রাখুন। মাছের সঙ্গে অর্ধেক বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে প্রায় ১০ মিনিট রাখুন। তেল গরম করে মাছগুলো ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে ভাজতে থাকুন।

পেঁয়াজ ভাজা হলে এতে বাকি সব বাটা, গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে মাছ দিন। অল্প পানি এবং কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রান্না করুন। মাছ বেশ ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।

এইচএন/জেআইএম