আবার ভিড় জমুক বাজারে ফুটপাতে
অদৃশ্য শক্তি, পরিচিত গণ্ডি ছোট হচ্ছেঅস্বস্তি চারিদিকে, মুখে হাসি নেইজীবন চলার তাড়া আছে, গতি নেইআশা আছে, সঙ্গে নিরাশাও আছেছাদেও সুখ নেই, বেলতলায় আরাম নেইযদিও রক্তাক্ত নয়, কিন্তু রক্তক্ষরণ হৃদয়েআছে নেইনেই আছেআছেনেই
স্বস্তি ফিরুক, আবার ভিড় জমুক বাজারে ফুটপাতেমেঠো ফুটবলে মেতে উঠুক পাড়ার ছেলেগুলো
****
মধ্যরাতের কালোস্তব্ধতা
মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকারকালো স্তব্ধতা, পৌষালি হিমেল হাওয়ার মতোকাঁপে ভয়ার্ত শরীর।নির্জনতা ভেঙে পেঁচার প্যাঁচানিরাতজাগা পাখির সকরুণ কণ্ঠস্বর,হিসাব মিলাতে পরস্পরের মুখোমুখি।
দেখা নেই, কথা নেইমধ্যখানে গাঢ় অন্ধকারে দেয়াল!
****
বোবালোকের আত্মকথন
দম বন্ধ হয়ে যাচ্ছেশ্বাসরুদ্ধ হয়ে মৃতবৎ প্রায়,আর পারি না, পারি না সহ্য করতেআষাঢ়ের গল্প বলার আলসেমিটা রাখো;দেখার স্বাধীনতার সঙ্গে বলার স্বাধীনতাটুকুও দাও।
জ্যোৎস্না চাঁদ আলো ঢেলে দেয়দেখে যায় দেখিয়ে দেয়,আমাকেও স্বাধীনতা দাওচোখে দেখারআমাকে স্বাধীনতা দাওকথা বলার...কিচ্ছু বলবে না কিন্তুদেখে যাব বলে যাব।
এসইউ/এমকেএইচ