খান মুহাম্মদ রুমেল
এখানে সবুজ বিছিয়ে থাকে সবুজেএখানে আকাশ মিলিয়ে যায় আকাশে।এই অমলিন সুন্দরেতোকে ছুঁতে না পারার ব্যর্থতাধুয়ে দেয় অপরূপ দুপুর!রোদের তেজে এতো ভালোবাসা লুকোনোকে ভেবেছিলো আগে।
শুধু আমি শুধু তুইঅলস দুপুর ছুঁই।দূরে কোথাও কোকিল ডাকে-একদিন সাড়া দেবো তোকেএবং তাকে।
এসইউ/এএ/এমকেএইচ