খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৩১৯ রান

সিরিজটা তাহলে তৃতীয় ম্যাচে এসেই হারাতে বসেছে দক্ষিণ আফ্রিকা! প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ফিরে আসার লক্ষ্যে তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হলো প্রোটিয়ারা। কিন্তু টস জিতে ইংল্যান্ড তাদের সামনে ছুড়ে দিয়েছে ৩১৮ রানের বিশাল চ্যালেঞ্জ। ৩১৯ রানের লক্ষ্য আমলা ডি ভিলিয়ার্সদের পক্ষে পাড়ি দিয়ে সিরিজে ফেরা হবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষায়।ইংলিশদের স্কোরটা দাঁড়িয়েছে ৮ উইকে হারিয়ে। ব্যাট করতে নেমেছেন ১০জন। কিন্তু ইনিংস বলতে মাত্র তিনটিই। অনবদ্য সেঞ্চুরি (ক্যরিয়ারে ৭ম) এসেছে জো রুটের ব্যাট থেকে। কী টেস্ট আর কী ওয়ানডে, এই ইংলিশ ব্যাটসম্যান রয়েছেন দুর্দান্ত ফর্মে। ১১৩ বলে ১২৫ রান করে রানআউট হন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৫টি।টস জিতে ব্যাট করতে নামার পর ৩৬ রানে হারান জেসন রয়ের উইকেট। এরপরই ১২৫ রানের জুটি গড়েন জো রুট আর আলেক্স হেলস। ৭৩ বলে ৮ বাউন্ডারিতে ৬৫ রান করে আউট হন  হেলস। এরপর দ্রুত বাটলার আর মরগ্যানের উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।এরপরই বেন স্টোকস আর জো রুট মিলে গড়েন ৮২ রানের জুটি। দলীয় ২৬৯ রানে ১২৫ রান করে আউট হন জো রুট। ৩৭ বলে ৫৩ রান করেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১৮ রান।আইএইচএস/এবিএস