দেশজুড়ে

মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থীর উপর হামলা : আহত ৬

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণের শুরুতেই সিরাজদিখানের রসুনিয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল খালেক সিকদারের উপর হামলা করেছে প্রতিপক্ষ। এ সময় তার ৫ কর্মী সর্মথক আহত হয়েছেন। সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে ৩৫ চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থী ১৮৯ ও সংরক্ষিত নারী মেম্বার পদে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। এখানে পুরুষ ভোটার রয়েছে ৭৬ হাজার ১৪০ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৬০ জন।এসএস/পিআর