মিরসরাইয়ে প্রথমবার রঙিন ফুলকপি চাষে সফল ৩ কৃষক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন মিরসরাইয়ের ৩ কৃষক। উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে তারা ফুলকপি চাষ করেছেন। নতুন জাতের এই ফুলকপি দেখতে প্রতিদিন তাদের জমিতে ভিড় করছে মানুষ। ফুলকপি ও বাঁধাকপির তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকরাও খুশি। আগামীতে আরও বেশি রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহী তারা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস জানায়, প্রথমবারের মতো উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ২ কৃষক ও খৈয়াছড়া ইউনিয়নের একজন কৃষক প্রদর্শনী হিসেবে ৩০০ পিস করে রঙিন ফুলকপি চাষ করেছেন। প্রথমবারই সফল হয়েছেন। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে চাষ করতে চান।

মিরসরাইয়ে প্রথমবার রঙিন ফুলকপি চাষে সফল ৩ কৃষক

হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর মোশারফ হোসেন বলেন, ‘আমি প্রথমবারের মতো কৃষি অফিসের সহায়তায় ৩০০ পিস রঙিন ফুলকপি চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বিক্রিও প্রায় শেষদিকে। কৃষি অফিসের কর্মকর্তারা আমাকে সব সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমি সারাবছর লাউ, শিম, বেগুন, বরবটি, মুলা, টমেটো, মরিচ, ব্রোকলিসহ বিভিন্ন সবজি চাষ করে থাকি।’

আরও পড়ুন
সীতাকুণ্ডে ১২ হাজার রঙিন ফুলকপি চাষ
কিশোরগঞ্জে হলুদ ফুলকপিতে লাখ টাকা আয়

উপজেলার আজমনগরের জসীম উদ্দিন বলেন, ‘রঙিন ফুলকপি চাষ করে প্রথমবার সফলতা পেয়েছি। ফলনও ভালো হয়েছে। তবে কয়েকটি গাছে সাদা কপি হয়েছে। আমি যখন ফুলকপি চাষ করি; তখন অনেকেই বলছিলেন এ ফুলকপি ভালো হবে না। খেতে যদি খারাপ লাগে, তখন কে নেবে? তাদের কথায় ভেঙে পড়িনি। মনে জোর ছিল যে বাজারে বিক্রি করতে পারবো। সেই আশায় চাষ করে বেশ সাড়া পেয়েছি। এখন আমার দেখাদেখি এলাকার কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন।’

মিরসরাইয়ে প্রথমবার রঙিন ফুলকপি চাষে সফল ৩ কৃষক

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘আমরা প্রথমবারের মতো হিঙ্গুলী ও খৈয়াছড়া ইউনিয়নের ৩ জন কৃষককে ৩০০ করে ১২০০ চারা দিয়েছি। আমাদের পরামর্শ অনুযায়ী তারা ভালো করেছেন। তাদের দেখাদেখি অনেক কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী ব্যাপক ভাবে চাষ বাড়বে বলে আশাবাদী।’

এম মাঈন উদ্দিন/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।