দেশজুড়ে

সিরাজগঞ্জে কমিটি বহালের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জে পদ বঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি বহালের দাবিতে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান ও মুজিব সড়ক এলাকায় তারা এ বিক্ষোভ করেন।

Advertisement

এর আগে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে ২৮৪ সদস্য বিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

স্থগিতের খবর ছড়িয়ে পড়লে কমিটিতে থাকা শিক্ষার্থীরা মুক্তির সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি বহালের দাবিতে বিক্ষোভ করেন। অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে রেল ও মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে উল্লাসে মেতে উঠেন।

অনুমোদিত ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Advertisement

আরও পড়ুন:সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণাসিরাজগঞ্জে কমিটি বিলুপ্তের দাবিতে মহাসড়ক অবরোধযমুনা সেতুর পশ্চিমে শিক্ষার্থীদের অবরোধ, যানচলাচল বন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত

পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে রোববার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন। এছাড়া সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম রেলস্টেশন ও গোল চত্বর এলাকায় অবস্থান নেন দুই শতাধিক শিক্ষার্থী। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এম এ মালেক/এফএ/জেআইএম