বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে কমিটি বাতিলের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। জাগো নিউজের জেলা প্রতিনিধির পাঠানো তথ্য বলছে, সোমবার বিকেল ৪টা থেকে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন ও গোলচত্বর এলাকায় অবস্থান নেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে দুটি ট্রেন ও ঢাকা-রাজশাহী মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

সন্ধ্যা ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, স্টেশনে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ রেখেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

অন্যদিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ আন্দোলন করছে।

এনএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।