সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দেন। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আসির ইস্তেসার অয়নকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, জাহিদ হাসান শাওনকে সিনিয়র যুগ্ম -সচিব, যুবাইর আল-ইসলাম সেজানকে সিনিয়র মুখ্য সংগঠক ও সাদিয়া আহমেদ সিনহাকে সহ-মুখপাত্র করা হয়েছে।
এছাড়া ৩২ জনকে যুগ্ম-আহ্বায়ক, ৪০ জনকে যুগ্ম-সদস্য সচিব, ৪৪ জনকে সংগঠক ও ১৬০ জনকে সদস্য করা হয়েছে।
এম এ মালেক/এফএ/জেআইএম