কমিটি বিলুপ্ত দাবি

যমুনা সেতুর পশ্চিমে শিক্ষার্থীদের অবরোধ, যানচলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন। এতে যমুনা সেতু ও মহাসড়কের দুই প্রান্তে যানচলাচল একদম বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমিটি বিলুপ্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

যমুনা সেতুর পশ্চিমে শিক্ষার্থীদের অবরোধ, যানচলাচল বন্ধ

এরআগে বোববার বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়ক অবরোধ করে তারা। তাতেও মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই এই কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

যমুনা সেতুর পশ্চিমে শিক্ষার্থীদের অবরোধ, যানচলাচল বন্ধ

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা আজও তাদের কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।