গুম কমিশনের রিপোর্টকে জাতির জন্য একটি বড় ডকুমেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, এটির (গুম কমিশনের রিপোর্ট) অংশ পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বরাত দিয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, গুম কমিশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন- আপনারা দেওয়াল ভেঙে এসব টর্চার সেল আবিষ্কার করেছেন।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। তিনি আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন।
আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের সবার অপরাধ যে এটা (আয়নাঘর) আমরা হতে দিয়েছি। যারা করেছে তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না।’
তিনি বলেন, ‘গত সরকার (আওয়ামী লীগ সরকার) সবক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। আয়নাঘর তার একটা নমুনা।’
এমইউ/কেএসআর/জিকেএস