শামুক খুঁজতে গিয়ে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়াসি চাকমা নলছড়া এলাকার বাসিন্দা বিদেশি চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেলা পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন মিলে শামুক খুঁজতে যায়। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও ঝাঁপ দেন নদীতে। পানির গভীরতা বেশি থাকায় তিনিও ডুবে যান।
এসময় সঙ্গে থাকা অন্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এমআরভি/জেডএইচ/জিকেএস